মেক্সিকোয় বাংলাদেশ দূতাবাসের শহীদ দিবস উদযাপন

মেক্সিকোয় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

তানভীর কবির, মেক্সিকো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2017, 07:26 AM
Updated : 3 March 2017, 11:09 AM

স্থানীয় সময় গত সপ্তাহে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিবসটির প্রথম পর্বের কার্যক্রম। এরপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হয়। 

বিকালে ‘ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অব মেকিকো’র সহযোগিতায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে  অনুষ্ঠিত হয় দিবসটির দ্বিতীয় পর্ব।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেক্সিকো দূতাবাসে অবস্তানরত মিশর, জর্জিয়া, জর্ডান, হাইতি ও ফিলিস্তিনের রাষ্ট্রদূতসহ আরও অনেকে।

এ সময় বাংলাদেশের শহীদ মিনারের ছবি অতিথিদের দেখান রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। অনুষ্ঠানে বাংলাদেশি চিত্রশিল্পীদের আঁকা ছবির প্রদর্শনী হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!