কাতারে সাংবাদিক সমিতির আলোচনা সভা

কাতারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে কাতার প্রবাসী সাংবাদিক সমিতি।

আনোয়ার হোসেন মামুন, কাতার থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2017, 04:48 AM
Updated : 27 Feb 2017, 04:48 AM

স্থানীয় সময় শনিবার রাতে কাতারের রাজধানী দোহার নাজমা হৈচৈ রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ই এম আকাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জামান এক্সচেঞ্জের বিজনেস ম্যানেজার মোসলেম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক সমিতির উপদেষ্টা মানিক হোসেন, কাতার ঢাকা সমিতির সভাপতি শাহ আলম, কাতার আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, কাতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, কাতার জাতীয় পার্টির সভাপতি বাসার সরকার, কাতার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আলম, কাতার বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আপচার ও কাতার বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস আলম চৌধুরী।

এছাড়া আরও বক্তব্য দেন কাতার ব্রাক্ষণবাড়িয়া সদর প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি মুনছুর উল্লাহ রাসেদ, কাতার তালিমুল ইসলামের সভাপতি আবদুল গাফফার, কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সন্দ্বীপ অ্যাসোসিয়েশন যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, কাতার যুবলীগের সিনিয়র সদস্য আতিকুল মাওলা মিঠু ও কাতার প্রবাসী ব্যবসায়ী মাসুদ রানা।

আরও বক্তব্য দেন ইনভাইট ফুডস কাতারের ম্যানেজার মার্কেটিং সেলস এনামুল হক, আব্দুল কাদের, রাজ রাজিব, ইয়াকুব হোসেন, সুলতান হোসেন, আল সোলেমান, কাতার বিএনপির নেতা ওমর ফারুক মানিক, আবুল কালাম, ইঞ্জিনিয়ার আলিম উদ্দিন, সাংবাদিক সমিতির সহ সভাপতি মহিউদ্দিন চৌধুরী, সিনিয়র সদস্য জি এম আকাশ, সদস্য বাবুল গাজী, সদস্য ছফি উল্লাহ, সদস্য শিহাব শাহিনসহ আরও অনেকে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতার প্রবাসী সাংবাদিক সমিতির সহ-সভাপতি পরিমল চন্দ্র দাস, সদস্য মো. সবুজ ও এসএ টিভি কাতার প্রতিনিধি আমিনুল ইসলাম।

সভাপতি ই এম আকাশ বলেন, “কাতারে বাংলাদেশ দূতাবাসকে উদ্যোগ নিয়ে এখানে বিভিন্ন দেশের কুটনীতিকদেরকে নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বড় করে সেমিনার করতে হবে। সারাবিশ্বে থাকা বাংলাদেশের দূতাবাসগুলো ভালভাবে উদ্যোগ নিলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পরিপূর্ণভাবে সব দেশের, সব ভাষাভাষী মানুষরা পালন করতে পারবে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!