লন্ডনে ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে লণ্ডনের প্রবাসী বাংলাদেশিরা।

লন্ডন প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2017, 07:17 AM
Updated : 29 April 2017, 05:51 AM

প্রতিবছরের মত এবারও স্থানীয় সময় সোমবার রাত ১২টা ১ মিনিটে টাওয়ার হ্যামলেটসের আলতাব আলী পার্কে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর্ব শুরু করেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন।

ডেপুটি হাই কমিশনার খন্দকার এম তালহা ও প্রেস মিনিস্টার নাদিম কাদিরও এ সময় তার সঙ্গে ছিলেন।

এরপর ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস ও স্পিকার কাউন্সিলর খালেস উদ্দিন।

যুক্তরাজ্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পর স্থানীয় লেবার পার্টির নেতৃবৃন্দ, টাওয়ার হ্যামলেটস পিপলস অ্যালায়েন্স, লন্ডন বাংলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

১৯৯৯ সালে স্থায়ী শহীদ মিনার নির্মিত হওয়ার পর থেকে আলতাব আলী পার্কেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসসহ বিভিন্ন দিবস পালন করে আসছেন প্রবাসীরা।

শহীদ মিনার কমিটির মুখপাত্র বিধান চক্রবর্তী জানান, আগের বছরগুলোর তুলনায় এবার শীত কম থাকায় দূর দূরান্ত থেকে এসেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অনেকে।

“অনেক মানুষ এসেছেন এবার, তাদের মধ্যে শিশুও আছে। তারা সবাই আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গেয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে।”

বিধান বলেন, রাত ২টা পর্যন্ত দেড়শর বেশি সংগঠন আলতাব আলী পার্কে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!