বইমেলায় প্রবাসী লেখক মাহফুজুল আলমের গল্পগ্রন্থ

ঢাকায় মহান একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে দুবাই প্রবাসী লেখক মাহফুজুল আলম খানের গল্পগ্রন্থ ‘জ্যোৎস্না ও একটি পাখির গল্প’।

মাহফুজুল আলম খান, আরব আমিরাতের দুবাই থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2017, 04:33 AM
Updated : 15 Feb 2017, 06:37 AM

বইটি প্রকাশ করেছে ‘প্রতিভা প্রকাশ’ প্রকাশন। মেলার প্রথম দিন থেকেই ‘প্রতিভা প্রকাশ’-এর স্টলে (২০১, ২০২ নম্বর স্টল) বইটি পাওয়া যাচ্ছে। বইটির মূল্য ধরা হয়েছে ১৮০ টাকা।

১০টি ছোটগল্পের সংকলনে বইটিতে প্রচ্ছদ এঁকেছেন রাজীব রায়।  ৯৬ পৃষ্টার বইটিতে দশটি ভিন্ন ভিন্ন বিষয়ের গল্প সংযোজিত হয়েছে। গল্পগুলোতে উঠে এসেছে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বিভিন্ন টানাপোড়েন, প্রবাস জীবনের চালচিত্র, ব্যক্তি ও সমাজ চরিত্রের ভেতর লুকিয়ে থাকা কিছু অসংগতি,জন্ম-মৃত্যুর ভিন্ন দর্শন, লিঙ্গ বৈষম্যের বাস্তব চিত্র এবং মুক্তিযুদ্ধ।

বইমেলা ছাড়াও বইটি পাওয়া যাবে চট্টগ্রামের বাতিঘরে। অনলাইনে পাওয়া যাবে ‘রকমারি ডটকম’ থেকে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!