ফ্রান্সে ‘স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী’র নববর্ষ পালন

ফ্রান্সে ‘স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী’ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে ইংরেজি নববর্ষ।

সাখাওয়াত হোসেন হাওলাদার, ফ্রান্সের প্যারিস থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2017, 04:57 AM
Updated : 17 Jan 2017, 04:58 AM

স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টায়  ফ্রান্সের পন্থা শহরে মেট্রো হোস হলে বর্ষবরণের এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম চৌধুরী ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক শিপন প্লাসিড বিবেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি হজরত আলী খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরি দা পান্তার কাউন্সিলর ফোম হার্বাট অঞ্জ, ফ্রান্স আওয়ামী লীগের রাজনৈতিক উপদেষ্টা ওয়াহিদ বার তাহের,ফ্রান্স আওয়ামী লীগের সামাজিক উপদেষ্টা চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু,মুক্তিযোদ্ধা পরিষদ ফ্রান্সের সভাপতি জামিরুল ইসলাম মিয়া, ফ্রান্স আওয়ামী লীগের প্রচার সম্পাদক আমিন খান হাজারী, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ফ্রান্সের উপদেষ্টা শাহীন আরমান চৌধুরী, ইব্রাহিম আকিল ও যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল সরকার।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে শিশু-শিল্পীদের অংশগ্রহণের মধ্য দিয়ে কেক কেটে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন বাংলাদেশ থেকে আসা শিল্পী মরিয়ম বেগম সুরমা, সুমা দাস, শিল্পী রানীসহ অন্যান্যরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!