যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে 'পিঠা উৎসব'

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়েছে 'পিঠা উৎসব'।

সুব্রত চৌধুরি, যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2016, 10:27 AM
Updated : 29 Dec 2016, 11:10 AM

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় 'বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি'র উদ্যোগে আটলান্টিক সিটির 'বাংলাদেশ কমিউনিটি সেন্টার-এ এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসব চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।                    

উৎসবে প্রবাসী বাংলাদেশিরা তারিন পিঠা,জেমি পিঠা,গোলাপ পিঠা,পাকুন পিঠা,কাসাবা পিঠা,ফুল পিঠা,ঝুড়ি পিঠাসহ নানা ধরনের পিঠা তৈরি করে নিয়ে আসেন। এগ হারবার সিটি,ভেটনর সিটিসহ আটলান্টিক সিটি থেকে বিপুল সংখ্যক প্রতিযোগী এ পিঠা উৎসবে অংশ নেন।

পিঠা তৈরি প্রতিযোগিতায় প্রথম হন পারভীন, দ্বিতীয় হন তানজিনা ও তৃতীয় হন মরিয়ম আলী। বিজয়ীদের আয়োজকদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

'পিঠা উৎসব'আয়োজনের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে বক্তব্য দেন আবদুর রফিক,জহিরুল ইসলাম বাবুল ও আকবর হোসেন।

কাজী লিটনের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন 'ক্লোজ আপ ওয়ান' শিল্পী রাজীব ও নীলাদ্রি শেখর চৌধুরি। শিল্পীরা মুক্তিযুদ্ধের গান ও আধুনিক বাংলা গান পরিবেশন করেন।