শহীদ কাদরীর অবস্থার উন্নতি ঘটছে

বাংলা ভাষার অন্যতম কবি শহীদ কাদরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটেছে। তবে তাকে এখনও হাসপাতালের আইসিইউতেই রাখা হয়েছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2016, 10:04 AM
Updated : 25 August 2016, 10:04 AM

নিউ ইয়র্ক প্রবাসী ৭৪ বছর বয়সী এই কবি রোববার (২১ অগাস্ট) ভোররাতে উচ্চ রক্তচাপ এবং তাপমাত্রাজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় কবিপত্নী নীরা কাদরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চারদিন পর আজ তাকে (শহীদ কাদরীকে) খাবার দেয়া হয় এবং তিনি তা খেয়েছেন। তার অবস্থার উন্নতি ঘটছে।”

“ইন্টারনাল ব্লিডিং বন্ধ হয়েছে, পায়খানার সাথে রক্ত যাবার ভয়ংকর একটি অবস্থাও থেমেছে। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে আসার সাথে সাথে রক্তের চাপ হ্রাস পাচ্ছে।”

নীরা বলেন, “একসাথে ছয়টি এন্টিবায়োটিক ক্যাপসুল খেতে হচ্ছে কবিকে এবং তার সুফল পাওয়া যাচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।”

নিউ ইয়র্ক সিটি সংলগ্ন নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে কবি'র সাথে কথা বলেছেন প্রবাসী সাংবাদিক আকবর হায়দার কিরণ। এ সময় কবিকে বেশ প্রফুল্ল বলে মনে হলেও চিকিৎসকরা বলেছেন, “তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এমনিতেই কিডনি রোগের কারণে তাকে সপ্তাহে দুদিন ডায়ালাইসিস নিতে হয়। তার ওপর নিউমোনিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ায় কবির জ্ঞান ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়েছিল।”

আকবর হায়দার কিরণ এ সময় বলেন, “মানসিকভাবে প্রচণ্ড শক্তিশালী হওয়ায় কবি খুব দ্রুত সেরে উঠছেন।”

নীরা কাদরী বলেন, “নিজ হাতে খাবার খাওয়ার মতো সুস্থ না হওয়া পর্যন্ত কবিকে আইসিইউতেই রাখা হবে।”