শোকের মাসে যুক্তরাজ্য আওয়ামী লীগের কর্মসূচি

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে ৪০ দিনের কর্মসূচি শুরু করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

যুক্তরাজ্য প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2015, 05:51 PM
Updated : 2 August 2015, 05:53 PM

১ আগস্ট যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শনিবার যুক্তরাজ্য আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচি শুরু হয়। এরপর মিলাদ ও দোয়া হয়।

দোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুননেছা মুজিবসহ ১৫ অগাস্ট নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এসময় ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ থেকে ভূমিকার অংশবিশেষ পাঠ করেন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। আত্মজীবনী থেকে একটি অংশ পাঠ করেন কবি মিলটন রহমানও।

শনিবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারের সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ।

কর্মসূচি ঘোষণা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

কর্মসূচির মধ্যে রয়েছে ২, ৩ ও ৪ অগাস্ট স্যান্ডওয়েল, ইস্ট লন্ডন, ওয়েস্ট লন্ডন, নর্থ লন্ডন ও কেমডেন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, ৫ অগাস্ট শেখ কামালের জন্মদিনে ব্রিকলেইন মসজিদে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা, ৬ অগাস্ট বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে পাঠ ও কবিতা আবৃত্তি, ৭ অগাস্ট আওয়ামী আইনজীবি পরিষদের আলোচনা সভা, ৮ অগাস্ট বেগম ফজিলাতুননেছার জন্মদিনে ব্রিকলেইন মসজিদে দোয়া, মিলাদ ও আলোচনা সভা।

এছাড়া ৮ থেকে ১৪ আগস্ট পর্যন্ত টানা আলোচনা সভা অনুষ্ঠিত হবে বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে।

১৫ অগাস্ট যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ, দোয়া, কুলখানি ও আলোচনা সভা আনুষ্ঠিত হবে।

১৬ অগাস্ট থেকে ২২ অগাস্ট পর্যন্ত স্থানীয় বিভিন্ন শহর ও এলাকাভিত্তিক আওয়ামী লীগের আলোচনা সভা হবে।

এছাড়া যুক্তরাজ্য প্রজন্মলীগ, সব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদ ও তরুণ লীগ, প্রজন্ম ৭১, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ২১ থকে ২৮ আগস্ট পর্যন্ত আলোচনা সভা করবে।

২৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের আরও কিছু এলাকাভিত্তিক আওয়ামী সংগঠন আলোচনা সভা করবে প্রতিদিনই।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com