আদালতে খালেদা

সোয়া পাঁচ কোটি টাকা দুর্নীতির দুই মামলায় আদালতে হাজির হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2015, 04:53 AM
Updated : 25 May 2015, 07:07 AM

তার বিরুদ্ধে জিয়া এতিমখানা ও দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলছে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে।

এর মধ্যে এতিমখানা দুর্নীতি মামলায় বাদীর আংশিক জেরা এবং দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর জবানবন্দি শেষ করার কথা রয়েছে সোমবার। 

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার  সকাল ১০টা ১০ মিনিটে খালেদা জিয়ার গাড়ি গুলশানের বাসা থেকে বকশিবাজারে আদালতের দিকে রওনা হয়।

খালেদার গাড়ি ঢাকার বকশিবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন কারা অধিদপ্তর প্যারেড মাঠে আদালতে চত্বরে পৌঁছায় বেলা ১১টার কিছুক্ষণ আগে।

গত ৫ এপ্রিল জামিন নিয়ে বাড়ি ফেরা খালেদা ৫ মে সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে আবারও গরহাজির থাকায়  বিচারক আবু আহমেদ জমাদার তাকে ২৫ মে অবশ্যই আদালতে হাজির করতে আইনজীবীদের নির্দেশ দেন।

কয়েকটি ধার্য দিনে আদালতে না আসায় সাবেক প্রধানমন্ত্রী খালেদার বিরুদ্ধে এ দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত।

টানা তিন মাস অবরোধ-হরতাল ডেকে নিজের গুলশানের কার্যালয়ে অবস্থান করার পর গত ৫ এপ্রিল আদালতে হাজির হয়ে তিনি দুই মামলায় জামিন নেন এবং বাড়ি ফিরে যান।