সবাইকে কাছে ডাকছেন হুদা

আওয়ামী লীগ ও বিএনপির অনেক নেতা দল ছাড়তে চাইছেন শুনে তাদের জন্য নিজের দলের দরজা খোলা রেখেছেন নাজমুল হুদা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2014, 12:37 PM
Updated : 18 Dec 2014, 12:37 PM

বিএনপি ছাড়ার পর নতুন কয়েকটি দল গঠনকারী এই আইনজীবী বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের (বিএনএ) এক সভায় বক্তব্যে দলছুটদের আমন্ত্রণ জানান।

বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য নাজমুল হুদা ২০১০ সালে বহিষ্কৃত হওয়ার দুই বছর পর বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) গঠন করেছিলেন।

ওই দলটি হাতছাড়া হয়ে যাওয়ার পর ২০১৪ সালের মে মাসে গঠন করেন বিএনএ। এরপর গত নভেম্বরে বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে আরেকটি দল গঠনের ঘোষণা দেন তিনি। মানবাধিকার পার্টি আবার বিএনএ মোর্চায় রয়েছে বলেও জানান তিনি।

বিজয় দিবস উপলক্ষে বিএনএ’র আলোচনা সভায় নাজমুল হুদা বলেন, “বিজয় দিবস দল-মত নির্বিশেষে আমাদের সবার জন্য জাতীয়ভাবে উদযাপনের দিন। অথচ এবারের বিজয় দিবসে আমরা দেখলাম একটি রাজনৈতিক পক্ষ আরেক পক্ষকে বলছে রাজাকার। আবার ওই পক্ষ অপরকে বলছে জানোয়ার। এই কি আমাদের বিজয় দিবসের শিক্ষা?

“আমি যদ্দুর জানি বিএনপির অনেক নেতা দল ছাড়তে পারছেন না, কারণ তারা আস্থার জায়গা পাচ্ছেন না। আওয়ামী লীগের অনেক নেতার অবস্থাও একই। আমি তাদের উদ্দেশে বলতে চাই, বিএনএ সেই আস্থার জায়গা তৈরি করবে।”

ফাইল ছবি

দেশবাসীকে ‘এক পতাকার তলে সমবেত’ করতে আগামী নির্বাচনে অংশ নেবেন বলেও জানান বিএনএ চেয়ারম্যান নাজমুল হুদা, যিনি কিছুদিন আগেও বলেছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ডাকলে তার সাড়া দিতে আপত্তি নেই।

“আগামী নির্বাচনে তিনটি জোট অংশগ্রহণ করবে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী জোট বা বিএনএ।”

এই আলোচনা সভায় বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা নাজিমউদ্দিন আল আজাদ, বিএনএ’র মহাসচিব জাবেদ সালাউদ্দিন, বিএনএ নেতা রফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ লেবার পার্টির নেতা আব্দুল্লাহ জিয়া প্রমুখ।