মানববন্ধনে গিয়ে যুবদলের ৭ নেতাকর্মী আটক

যুবদল নেতা মোয়াজ্জম হোসেন আলালের মুক্তির দাবিতে মানববন্ধন করতে গিয়ে আটক হয়েছেন বিএনপির এই সহযোগী সংগঠনটির সাত নেতাকর্মী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2014, 06:09 AM
Updated : 31 Oct 2014, 06:09 AM

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয় বলে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অনুমতি ছাড়াই কর্মসূচি পালন করার চেষ্টা করায় তাদের আটক করা হয়েছে। পরে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, আলালের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং তার মুক্তির দাবিতে মোহাম্মদপুর থানা যুবদলের নেতাকর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ হঠাৎ তাদের ঘিরে ফেলে এবং সাতজনকে আটক করে।

পরে তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

এর পরপরই এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর আটক নেতাকর্মীদের অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি জানান।

গত ২৫ অক্টোবর কয়েকটি ইসলামী দলের হরতালের আগের দিন আলালের লালমাটিয়ার বাসা থেকে তাকেসহ  ৬৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।

পরদিন তাদের আদালতে হাজির করা হলে সাবেক সাংসদ আলালসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠান বিচারক।