ছাত্রদলের নতুন কমিটির কর্মসূচি

সংগঠনের ভেতরে প্রবল প্রতিরোধের মধ্যে ছাত্রদলের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর তাদের প্রথম কর্মসূচি ঘোষণা করেছে। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 06:22 PM
Updated : 20 Oct 2014, 06:32 PM

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশের এই কর্মসূচি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

মঙ্গলবার সারাদেশে জেলা-মহানগর ও সব বিশ্ববিদ্যালয় এবং বুধবার থানা-উপজেলা ও সব কলেজে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে রাজিব আহসান ও আকরামুল হাসান নেতৃত্বাধীন নতুন কমিটি।

তারেকের বিরুদ্ধে করা এই মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন তারা।

রাজিব ও আকরাম এক যুক্ত বিবৃতিতে সংগঠনের সব শাখাকে ঘোষিত কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে।

গত ১৪ অক্টোবর রাজিব ও আকরামকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে খালেদা জিয়া কমিটি অনুমোদনের পর পদ না পাওয়া একদল তা প্রত্যাখ্যান করে বিক্ষোভে নামে।

এরপর থেকে রোববার পর্যন্ত নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ চালিয়ে আসছিল পদ না পাওয়া নেতা ও তাদের সমর্থকরা। তারা ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝোলানোর পাশাপাশি ভাংচুরও চালায়।

ভাংচুর-মারামারির পর রোববার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি আপাত শান্ত করেন।