মানুষ গুম-খুন ছাড়া কিছুই পায়নি: এরশাদ

গত ২৫ বছরে গুম-খুন ছাড়া মানুষ কিছুই পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

ঝালকাঠী প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2014, 02:55 PM
Updated : 15 Sept 2014, 02:55 PM

সোমবার ঝালকাঠীতে তিনি বলেন, আজ মানুষের নিরাপত্তা নেই, কে কখন গুম হয়ে যায় তার ঠিক নেই। গত ২৫ বছরে গুম খুন ছাড়া মানুষ আর কিছুই পায়নি।

জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসতে পারলে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, আবার সারাদেশে উন্নয়ন হবে, প্রশাসনে দলীয়করণ থাকবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি।

নয় বছর দেশ শাসন করার পর ১৯৯০ সালে গণঅভ্যুত্থানে ক্ষমতা ছাড়েন এই সেনাশাসক। এরপর পালাক্রমে বিএনপি ও আওয়ামী লীগ ক্ষমতায় আসে।

জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরশাদ।

তিনি জাতীয় পার্টিকে আর একবার ভোট দিয়ে দেশের ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান।

ঝালকাঠী শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ইউসুফ আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহা-সচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পানিসম্পদ মন্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ।

পরে বজলুর রহমানকে সভাপতি ও মাহবুব হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০৫ সদস্যের ঝালকাঠী জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন চেয়াম্যান এরশাদ।