কিশোরগঞ্জে দ্রুত বিচার মামলায় বিএনপির ২ নেতার দণ্ড

কিশোরগঞ্জে দ্রুত বিচার আইনের মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের দুই নেতাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2014, 11:41 AM
Updated : 28 August 2014, 11:41 AM

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আলাউল আকবর এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল ও গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদল শাখার যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক।

তাদের মধ্যে শুধু খালেদ সাইফুল্লাহ সোহেল আদালতে উপস্থিত ছিলেন।

একইসঙ্গে দণ্ডপ্রাপ্তদের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ১৩ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৭ মে বিএনপির একটি ঘোষিত কর্মসূচিতে আসামিরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করাসহ গাড়ি ভাংচুর করে।

এব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার এসআই নুরুল হুদা বাদী হয়ে ২০০২ সালের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।