বিএনপি নেতা এল কে সিদ্দিকী আর নেই

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও বিএনপির প্রবীণ নেতা এল কে সিদ্দিকী আর নেই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2014, 09:08 AM
Updated : 1 August 2014, 09:52 AM

শুক্রবার দুপুরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

সিঙ্গাপুর থেকে তার বড় ছেলে আফসান সিদ্দিকী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বাবা ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। স্থানীয় সময় বেলা ১২টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার মৃত্যু হয়।

অসুস্থ এল কে সিদ্দিকীকে গত ২৮ জুলাই ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

আফসান জানান, শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার বাবার মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে।

এল কে সিদ্দিকী তার স্ত্রী মাহমুদা সিদ্দিকীসহ তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে চার দফা বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়া এল কে সিদ্দিকী ষষ্ঠ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন।

এর আগে জিয়াউর রহমানের সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং খালেদা জিয়ার সরকারে দুই দফায় পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন এল কে সিদ্দিকী।

প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘ দিন বিএনপির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। তবে সর্বশেষ কাউন্সিলে তাকে কোনো পদে রাখা হয়নি।

চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্তান এল কে সিদ্দিকীর ছোট ভাই ওয়াই বি সিদ্দিকী পুলিশের মহাপরিদর্শক ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার সদস্য এম আর সিদ্দিকী ছিলেন তার চাচাতো ভাই।

এল কে সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তিনি প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম মহানগরের সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস কাদের চৌধুরীও আলাদা বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।