শাহবাগবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে থাকলেও জামায়াতে ইসলামীর সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা নাকচ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব মুজিবুর রহমান হামিদী।
Published : 24 Feb 2013, 06:00 AM
তিনি বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে তার দলের কোনো ঐক্য নেই।
তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াতের সঙ্গে ঐক্যের প্রশ্নই আসে না। আমরা জামায়াতকে যতটুকু ঘৃণা করি আওয়ামী লীগও ততটুকু ঘৃণা করে না।
“আমরা জানি জামায়াতের সঙ্গে ইসলামের কোথায় বিরোধ। এটা আমরা আমাদের অন্তর দিয়ে বুঝি।”
একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামী অনেক দলেরই আদর্শগত বিরোধ রয়েছে।
শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলনের বিরোধিতাকারী জামায়াত ইসলামী অন্য দলগুলোকে বিভ্রান্ত করছে বলে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনকারীদের অভিযোগ।
তারা বলছেন, গণজাগরণ মঞ্চ থেকে শুধু জামায়াত নিষিদ্ধের দাবি জানানো হলেও দলটি এই আন্দোলনকে ‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে ইসলামী অন্য দলগুলোকে বিভ্রান্ত করছে।
একাত্তরেই একই প্রক্রিয়া চালিয়ে জামায়াত হত্যা-ধর্ষণ-লুটপাট চালিয়েছিল বলে মন্তব্য গণজাগরণ মঞ্চের নেতাদের।
গণজাগরণ মঞ্চের ‘ইসলামবিরোধী’ তৎপরতার অভিযোগ এনে গত শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন স্থানে মুসল্লিদের মিছিল থেকে গণজাগরণ মঞ্চ ভাংচুর হয়, যাতে জামায়াত-শিবিরের উস্কানি ছিল বলে পুলিশ জানিয়েছে।
সেদিন পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষে নিহত হয় চারজন। এর প্রতিবাদে রোববার সারাদেশে হরতাল ডাকে ইসলামী সমমনা ১২ দল, যার একটি খেলাফত আন্দোলন।
এই হরতালে জামায়াতে ইসলামী ও বিএনপি সমর্থন দিয়েছে।
শুক্রবারের সহিংসতায় খেলাফতের সম্পৃক্ততা ছিল না দাবি করে মুজিবুর রহমান বলেন, “বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেউ এই সহিংসতা ঘটায়নি। তবে বড় মিছিলের মধ্যে অনুপ্রবেশকারী থাকতে পারে। এরাই বিশৃঙ্খলা ঘটিয়েছে।”
ইসলাম সহিংসতার ধর্ম নয়, একথাও বলেন তিনি।
হরতাল ডাকলেও দেশের অধিকাংশ স্থানে ইসলামী এই দলগুলোর কোনো তৎপরতা দেখা যায়নি, যদিও হরতালবিরোধী মিছিল ছিল দেশজুড়ে।
কামরাঙ্গীরচরে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের সব দোকানপাটও খোলা দেখা যায়। যানবাহন চলাচল এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও ছিল স্বাভাবিক।
এই বিষয়ে মুজিবুর রহমান বলেন, “আমরা হিংসাত্মক রাজনীতি পছন্দ করি না। আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি।”
কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলের পরিকল্পনা থাকলেও পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন তিনি।