চক্রান্ত চলছে এখনো, তাই হানা দেয় জঙ্গিরা: নাসিম

অবৈধ পথে বাংলাদেশের ক্ষমতা দখলের লক্ষ্যে একাত্তরের পরাজিত শক্তির চক্রান্তের অংশ হিসেবে দেশে জঙ্গি হামলার ঘটনা ঘটছে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2017, 12:29 PM
Updated : 25 March 2017, 12:35 PM

মিরপুরের বধ্যভূমি প্রাঙ্গণে শনিবার কেন্দ্রীয় ১৪ দলের আয়োজনে গণহত্যা দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন এ জোটের মুখপাত্র।

নাসিম বলেন, “চক্রান্তকারীরা এখনো তৎপর রয়েছে। পাকিস্তান পরাজিত হয়ে গেছে, কিন্তু তাদের দোসররা পরাজয় না মেনে সব সময়ে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে।

“চক্রান্তকারীদের চক্রান্ত এখনও শেষ হয়নি বলেই এখন বাংলাদেশে জঙ্গিরা হানা দেয়। ওরা পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।”

তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে একাত্তরের ঘাতকদের দোসরদের চূড়ান্তভাবে পরাজিত ১৪ দলসহ মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

“এই নির্বাচনে ঘাতকের দোসরদের পরাজিত করেতই হবে। পাকিস্তানের দোসরদের আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। বাংলাদেশ থেকে এই জঙ্গিবাদের দোসরদের মূলোৎপাটন করতে হবে।”

নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়ে নাসিম বলেন, “তোমাদের জানতে হবে কীভাবে, কার নির্দেশে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কীভাবে বাংলাদেশের লাখ লাখ মানুষকে হত্যা করা হয়েছে।”

সমাবেশে চৌদ্দ দলের নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “২৫ মার্চের গণহত্যা ছিল পৈশাচিকতার এক ভয়াবহ উদাহরণ; পাকিস্তান সরকারের চূড়ান্ত বিশ্বাসঘাতকতার বহিঃপ্রকাশ।”

নাসিমের সভাপতিত্বে জাদসের সাধারণ সম্পাদক শিরিন আখতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ ও ন্যাপ নেতা ইসমাইল হোসেন বক্তব্য দেন।

এর আগে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা মিরপুর বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

‘গণহত্যার পক্ষে বিএনপি সাফাই’

এদিকে রাজধানীতে এক আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি ২৫ মার্চের গণহত্যার পক্ষে সাফাই গাইছে।

‘বিএনপিকে জঙ্গিবাদী গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক’ আখ্যা দিয়ে তিনি বলেন, দালাল আইন বাতিল করে যাদের মুক্ত করে দেওয়া হয়েছিল তারাই আজকে উগ্রবাদী গোষ্ঠী, তারাই মোলবাদী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

“আজকে সকল উগ্রবাদ জঙ্গিবাদের সাথে বিএনপি জড়িত। জঙ্গির প্রতি বিএনপির এতো মায়া কেন? তাদের রক্ষা করতেই বিএনপি নেতারা আজকে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে।”

ঢাকা মেডিকেল কলেজ অডিটরিয়ামে গণহত্যা দিবসের আলোচনা সভার এই আয়োজন স্বাধীনতা চিকিৎসক পরিষদ। 

সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এ আজিজ।