সিপিবি-বাসদের হরতালে প্রগতিশীল ছাত্র জোটের সমর্থন

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদ এবং গণতান্ত্রিক বামমোর্চার ডাকা মঙ্গলবারের হরতালে সমর্থন জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2017, 12:17 PM
Updated : 26 Feb 2017, 12:39 PM

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার হরতালে সমর্থন জানিয়ে বলেন, “গ্যাসের দাম বৃদ্ধির এই সিদ্ধান্তে শিক্ষার্থীদেরও দুর্ভোগের শিকার হতে হবে।বাসা ভাড়া, বিদ্যুতের দাম, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম, গাড়ি ভাড়া বৃদ্ধি পেলে ছাত্র সমাজ এর ভুক্তভোগী হবে।”

সরকার আইন ভঙ্গের মাধ্যমে গ্যাসের দাম বৃদ্ধি করেছে উল্লেখ করে তিনি বলেন, “জনগণের মতামত উপেক্ষা করে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে।আইন অনুযায়ী গ্যাসের, বিদ্যুতের দাম বাড়ানোর আগে গণশুনানির আয়োজন করতে হয়। এর পরে ৯০ দিনের মধ্যেই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে সাংবাবিধানিক প্রতিষ্ঠান এনার্জি রেগুলেটরি কমিশন নিজেই আইন ভঙ্গ করল।”

গ্যাস বিক্রি বাবদ বিপুল পরিমাণে লাভ হওয়া সত্ত্বেও দাম বৃদ্ধির সিদ্ধান্ত কেন প্রশ্ন রাখেন তিনি।

লাকী আক্তার বলেন, “আমরা মনে করি, সরকারের ভুল নীতির কারণে এবং দুর্নীতির বোঝা জনগণের ওপর চাপানোর অংশ হিসেবে গ্যাসে দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি নাঈমা খালেদ মনিকা, অন্য অংশের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ, বিপ্লবী ছাত্র মৈত্রীর যুগ্ম সাধারণ সম্পাদক ইকবালুর কবীর, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি আল জাহির প্রমুখ।