গুপ্তহত্যা ছেড়ে রাজনীতিতে আসুন, খালেদাকে হাছান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুপ্তহত্যা ও জঙ্গিবাদ ছেড়ে রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2016, 08:34 AM
Updated : 28 June 2016, 08:34 AM

মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “দেশের জঙ্গিরা বেগম জিয়ার আঁচলের নিচে। তাদের আশ্রয় দেওয়া থেকে বিরত থাকুন। গুপ্তহত্যা ও জঙ্গিবাদ ছেড়ে নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসুন।”

দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ধর্মীয় অনুষ্ঠানে খালেদা জিয়ার দেশবিরোধী ষড়যন্ত্রমূলক বক্তব্য ও সরকারের করণীয়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।

সভায় ‘বিএনপির রাজনীতিতে কোনো রোডম্যাপ নেই’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান।

“কাউন্সিলের চার মাস পরেও বিএনপি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। খালেদা জিয়া বিএনপি নেতাদের উপর আস্থা রাখতে পারছেন না। কিভাবে জনগণ বিএনপির উপর আস্থা রাখবে? বিএনপির অবস্থা মুসলিম লীগ ও জাসদের ন্যায় হতে পারে।”

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া যেভাবে পেট্রল বোমা মেরে মানুষ মেরেছেন, তাতে ব্রিটেনের রাজনীতির নিয়ম অনুযায়ী, বিএনপি রাজনীতি থেকে নিষিদ্ধ হতো।

“আমরা চাই সমালোচনা হোক, সমালোচনা হলে আমাদের ভুল-ভ্রান্তি পরিষ্কার হবে। কিন্তু সমালোচনার নামে সংঘাতের পথ বেছে নেওয়া রাজনীতি হতে পারে না।”