নিজের দুর্নীতি ঢাকতে খালেদার মশকরা: হাছান মাহমুদ

আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তুলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজের ‘দুর্নীতি’ ঢাকতে চাইছেন বলে দাবি করেছেন হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2016, 10:59 AM
Updated : 2 May 2016, 10:59 AM

খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। এমনকি এতিমের টাকা চুরি করার জন্য তার বিরুদ্ধেও মামলা চলছে।

“খালেদা জিয়া নিজের, তার পুত্রের ও দলের দুর্নীতি আড়াল করার জন্য গতকাল জাতীর সঙ্গে মসকরা করেছেন। তাকে বলব, কথা-বার্তা সাবধানে বলবেন। নিজেদের দুর্নীতি ঢাকার জন্য অন্যকে অপবাদ দিবেন না।”

রোববার মে দিবসের সমাবেশে খালেদা জিয়া দাবি করেন, আওয়ামী লীগ সরকার গত ৭ বছরে ৩০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের ব্যাংক একাউন্টে কথিত ৩০ কোটি ডলারের তদন্তও দাবি করেন তিনি।

স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ খালেদা জিয়াকে বাংলাদেশের ‘এক নম্বর হুমকি’ বলে আখ্যায়িত করেন।

“খালেদার নেতৃত্বে পেট্রোল বোমা মেরে শত শত মানুষকে হত্যা করা হয়েছে, অনেক মানুষকে আগুনে ঝলসানো হয়েছে, হাজার কোটি টাকার সম্পত্তি ধ্বংস করা হয়েছে। সুতরাং তিনি বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য এক নম্বর হুমকির ব্যক্তি।”