মহারাষ্ট্রে গরুর মাংস নিষিদ্ধ

ভারতের মহারাষ্ট্রে গরু জবাই এবং গরুর মাংস কেনা-বেচা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 02:47 PM
Updated : 3 March 2015, 03:46 PM

ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি এ সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছেন।

যদি কেউ এ আইন লঙ্ঘন করে তবে তাকে জরিমানার মুখোমুখি হতে হবে এবং সর্বনিম্ন পাঁচ বছরের কারাদণ্ডের শাস্তি পেতে হবে।

ভারতে মোট জনসংখ্যার ৮০ শতাংশ হিন্দু। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গরু পূজনীয়। তাই দেশটির বেশ কয়েকটি রাজ্যে গোহত্যা এবং গরুর মাংস ক্রয়-বিক্রয় নিষিদ্ধ বা বিধি-নিষেধভুক্ত।

বিবিসি প্রতিনিধি জানান, ভারতে গরুর মাংস বলে যা বিক্রি হয় সেগুলোর বেশিরভাগই মহিষের মাংস।