‘অধ্যাদেশের বিরুদ্ধে একই মঞ্চে আন্না-কেজরিওয়াল’

ভূমি অধিগ্রহণ নিয়ে ভারত সরকারের জারি করা একটি অধ্যাদেশের বিরুদ্ধে প্রতিবাদে নামবেন ভারতের আলোচিত সামাজিক আন্দোলনকারী আন্না হাজারে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2015, 10:00 AM
Updated : 23 Feb 2015, 10:09 AM

সোমবার থেকে তিনি দিল্লির যন্তর মন্তরে দুই দিনের এক প্রতিবাদের আয়োজন করতে যাচ্ছেন বলে রোববার জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভিকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে বিজেপি সরকার ঘোষিত অধ্যাদেশটিকে তিনি কৃষকদের স্বার্থবিরোধী অধ্যাদেশ বলে চিহ্নিত করেছেন।

একটি কৃষিপ্রধান দেশের প্রত্যেক মানুষের একত্র হয়ে এই অধ্যাদেশের প্রতিবাদ করা উচিত বলে মনে করেন তিনি।

এ পর্যায়ে তিনি জানিয়েছেন, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছেন তিনি। কেজরিওয়াল ও তার দল যদি আসন্ন আন্দোলনে অংশগ্রহণ করতে চান তাহলে তিনি তাদের স্বাগত জানাবেন।

সোমবার কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন আন্না।

কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী, কোনো সাধারণ নাগরিকের মতো করে তাকে দেখা যায় না বলেও মন্তব্য করেছেন তিনি। সবাই যদি রাজী হয় তাহলে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়ালকে প্রতিবাদ মঞ্চে স্বাগত জানাবেন বলে জানিয়েছেন তিনি।

রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে এই ধরনের পরিস্থিতিগুলো কাজে লাগাতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

কংগ্রেসের রাহুল গান্ধি প্রতিবাদ স্থলে এসে সাধারণ মানুষদের সঙ্গে বসতে চাইলে তা করতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।

কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এসে প্রতিবাদে যোগ দিতে চাইলে তা করতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।

বিজেপি সরকার ঘোষিত অধ্যাদেশটি কৃষকের স্বার্থবিরোধী এবং কর্পোরেটের স্বার্থ রক্ষাকারী বলে অভিযোগ করেছেন তিনি।

সোমবার দিল্লি যন্তর মন্তরে আন্না’র প্রতিবাদ কর্মসূচী শুরু হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ওই প্রতিবাদ সমাবেশে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।