মিয়ানমার সেনাবাহিনীকে প্রশিক্ষণ স্থগিত ব্রিটেনের

রোহিঙ্গাদের ওপর দমন-পীড়নের প্রেক্ষাপটে মিয়ানমার সেনাবাহিনীকে প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করেছে ব্রিটেন।

>>রয়টার্স
Published : 19 Sept 2017, 05:38 PM
Updated : 19 Sept 2017, 06:19 PM

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র মঙ্গলবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিনি বলেন, “বার্মার রাখাইন প্রদেশে চলমান সহিংসতা, এর কারণে সৃষ্ট মানবিক সংকট এবং সেখানে মানবাধিকার লংঘনের যেসব ঘটনা ঘটছে তা নিয়ে আমাদের গভীর উদ্বেগের কারণে সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে গ্রহণযোগ্য কোনো সমাধানে না আসা পর্যন্ত বার্মিজ সেনাবাহিনীর সব শিক্ষা কোর্স স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি আমরা।” 

রাখাইনে সহিংসতা বন্ধ, সব বেসামরিক নাগরিকের সুরক্ষা নিশ্চিত এবং সেখানে পুরোদমে মানবিক ত্রাণ সহায়তা যেতে দিতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য মিয়ানমারের সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

মিয়ানমারের রাখাইনে বিদ্রোহীদের হামলার জবাবে সেনাবাহিনীর চলমান অভিযানে গত প্রায় এক মাসে চার লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা বলছেন, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ মারছে। ধর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে।

জাতিসংঘ ওই অভিযানকে বর্ণনা করছে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে।