ভারতে আগামী বছর চালু হচ্ছে ১০টি নতুন বিমানবন্দর

আগামী তিন বছরের মধ্যে ভারতজুড়ে নতুন ৫০টি বিমানবন্দর চালুর সরকারি পরিকল্পনার অংশ হিসেবে আগামী বছরই অন্ততপক্ষে ১০টি নতুন বিমানবন্দর চালু হতে যাচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2016, 09:23 AM
Updated : 24 August 2016, 09:23 AM

এনডিটিভি বলছে, দেশটির বেসামরিক বিমানমন্ত্রী অশোক রাজাপতি রাজু মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।

মুম্বাইয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, “নিয়মিত কার্যক্রম চালুর জন্য আমরা এ বছরের মধ্যেই অন্ততপক্ষে ১০টি নতুন বিমানবন্দরকে প্রস্তুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

বিমানবন্দরগুলো নির্মাণের ৮০ ভাগ ব্যয় রাজ্য সরকার বহন করবে। আর বাকি ২০ ভাগ ব্যয় বহন করবে কেন্দ্রীয় সরকার।