কাশ্মিরে বন্দুক লড়াইয়ে ৪ ভারতীয় সেনা নিহত

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুক লড়াইয়ে চার ভারতীয় সেনা নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 06:58 AM
Updated : 5 Oct 2015, 06:58 AM

সোমবার রাজ্যের কুপওয়ারা জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।

শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে দুপক্ষের মধ্যে লড়াই চলছিল।

কুপওয়ারার লোলাব এলাকায় বিচ্ছিন্ন আরেকটি বন্দুক লড়াইয়ের ঘটনায় এক সন্ত্রাসীও নিহত হয়েছেন। 

হান্দওয়ারা এলাকার হাফরুদা বনে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযান শুরু করেছিল ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, অভিযান শুরুর পর সন্ত্রাসীদের সঙ্গে মুখোমুখি বন্দুক লড়াই শুরু হলে ঘটনাস্থলে সেনাবাহিনীর তিন সদস্য নিহত হন।

এনডিটিভির প্রতিবেদনে চার সেনা নিহতের কথা বলা হলেও অপর সেনা কীভাবে নিহত হয়েছেন, তা জানানো হয়নি।

রোববার কাশ্মিরের পুলওয়ামা জেলায় জইশ-ই-মোহম্মদের দুই সন্ত্রাসী নিহত ও এক ভারতীয় সেনা আহত হয়েছেন বলেও জানিয়েছে এনডিটিভি।