আমরা থাকি ভূতের দেশে

আমরা থাকি ভূতের দেশে, ভূতরা কোথায় থাকে অন্ধকারে থেকে থেকে উলটো গলায় ডাকে, গাছের ডালে বসে বসে অট্টহাসি হাসে ভীতু মানুষ ভয় দেখাতে ভীষণ ভালোবাসে।

>> বিনয় বর্মনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2014, 10:30 AM
Updated : 12 July 2014, 10:30 AM

গানবাজনা প্রিয় তাদের, রাত্রে গলা সাধে

গানের গুঁতোয় বাস-ট্যাক্সি উলটে পড়ে খাদে,

হাত-পা ছুড়ে ডিগবাজি খায়, ডান্সে খুবই পাকা

ডিসকো এবং রক-এন-রোলে দারুণ ঝাকানাকা।

আজকাল খুব ব্যস্ত তারা টুইটারে ফেসবুকে

কোন ঘটনা ঘটছে কোথায় খাতায় রাখে টুকে।

ভূত শিখেছে টেকনোলজি, বানায় এখন বোমা

ফাটলে পরে বুঝবে ঠেলা, পালটে যাবে খোমা।

পথের ধারে নিথর দেহ, কোন অভাগার পুতে

কে মেরেছে, কে মেরেছে, তেঁতুল গাছের ভূতে

ফলফলারি মাছে এখন মেশানো হয় যা-তা

ভূতেরা আর খায় না ওসব, খায় মানুষের মাথা।

কোন প্রাসাদে বসত করে ভূতের রাজারানি

ওদের কথায় সায় না দিলে মটকাবে ঘাড়খানি

ভালো লোকের জীবন নিয়ে খেলছে ছিনিমিনি

আশেপাশেই ঘোরে ওরা, সবাই ওদের চিনি।