খোকন তুমি

দোয়েল নাচে গাছের ডালে ফড়িং নাচে ঘাসে।

>> আরিফ নজরুলবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2014, 12:28 PM
Updated : 5 April 2014, 12:29 PM

দোয়েল নাচে গাছের ডালে

ফড়িং নাচে ঘাসে

ফুলের গন্ধে প্রজাপতি

ফুলের বনে আসে।

পাখির গানে ফুল ফোটে রোজ

ফুলের সমুদ্দুরে

চাঁদের আলো খুকুর ঘরে

মেজাজটা ফরফুরে।

রংধনুটা রঙের খেলায়

বানায় রঙিন সাঁকো

রোদ বৃষ্টির সন্ধিক্ষণে

রংতুলিতে আঁকো।

ইশকুলে যাও খোকন তুমি

সঙ্গে নিয়ে বই

ওই দেখো না রংধনু হয়

মেঘের দেশে মই।