মেয়েটি মাকড়সা হয়ে গেল

. কাজী কেয়াবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2013, 10:34 PM
Updated : 20 May 2013, 10:48 PM

বহু বছর আগের কথা। তখন মসলিন খুব প্রসিদ্ধ ছিল। বড় বড় অনুষ্ঠানে-- বিয়ে, আচার, পূজা-পার্বণ, বড়দিন-- এমন বিশেষ অনুষ্ঠানগুলোতে ফরাসিরা মসলিনের পোশাক পরত। তখন জ্যাকলিন শহরে মেয়েরা সুন্দর হাতের কাজের পোশাক পরত। পা থেকে মাথা পর্যন্ত গাউন পরত, সেগুলোতে নানারকম মণিমুক্তার কাজ করা থাকত। মেয়ে-পুরুষ সকলে লম্বা ও বড় বড় ঢিলেঢালা পোশাক পরত। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)