কাগজ হলো ফুল-পাতা

অরিগ্যামি একটা জাপানী শব্দ। আসলে কি জানো শব্দ এইখানে একটা না, এইখানে শব্দ দুইটা। অরি আর কামি। অরি অর্থ ভাঁজ করা আর কামি কাগজ অর্থ এই অরির সাথে কামি মিলে হয়ে গেলো অরিকামি। এখন আমাদের ভাষায় যেমন সন্ধি আছে শব্দের সাথে শব্দ মিলে উচ্চারণ বদলে যায়। তেমনি অরিকামি হয়ে যায় অরিগ্যামি।

মাকসুদা আজীজবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2017, 03:10 AM
Updated : 25 March 2017, 03:10 AM

অরিগ্যামি যেমন জাপানী ভাষা এর উৎপত্তিও জাপানেই। চমৎকার একটা আর্ট যেখানে কাগজ ভাঁজ করে করে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে ফেলা যায়।

আমরা আজ বানাবো একটা ফুল ও একটা পাতা বানাবো।

আমাদের যা যা লাগবে—

ফুলের জন্য একটা বর্গাকার লাল/গোলাপি/কমলা রঙের কাগজ, এবং পাতার জন্য আরও একটি সবুজ রঙের বর্গাকার কাগজ। প্রতিটি কাগজের প্রতি বাহুর দৈর্ঘ্য হবে ১৫ সেন্টিমিটার।

যেভাবে করব—

ভিডিওতে দেখানো নির্দেশনা অনুসরণ করলে ধীরে ধীরে হয়ে যাবে একটি ফুল, পরে পাতাও। দুটোকে জুড়ে দিলে হয়ে যাবে ফুল পাতা ওয়ালা ছোট্ট একটা গাছ।