খাবারের জন্য স্কারলেটের সংগ্রাম (ভিডিওসহ)

প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে না খেয়ে থাকে ১০ লাখের বেশি শিশু। আর তাদের জন্য কথা বলতে গিয়েই 'অ্যাভেঞ্জাসর্' অভিনেত্রী স্কারলেট জোহানসন জানালেন খাবারের জন্য নিজের পরিবারের সংগ্রামের কথা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2015, 08:17 AM
Updated : 30 April 2015, 08:17 AM

"আমার পরিবারকেও প্রতি বেলার খাবার জোটানোর জন্য সরকারি সহায়তার ওপর নির্ভর করতে হতো। যুক্তরাষ্ট্রে শিশু ক্ষুধা একটি সত্যিকারের এবং অনেক সময়ই অবহেলিত সমস্যা। কিন্তু একসঙ্গে আমরা এই সমস্যার সমাধান করতে পারি।"

'অ্যাভেঞ্জারস' খ্যাত এই অভিনেত্রী মনে করেন, যুক্তরাষ্ট্রের শিশুদেরকে এই সমস্যা থেকে মুক্ত করতে সবার একসঙ্গে কাজ করতে হবে।

স্কারলেট আরও বলেন, "যুক্তরাষ্ট্রে ১ কোটি ৬০ লাখ শিশুকে ক্ষুধার সঙ্গে লড়তে হচ্ছে। প্রত্যেক পাঁচ কন্যা, পুত্র, প্রতিবেশি, সহপাঠীর মধ্যে এক জন জানে না তাদের পরের বেলার খাবার কোত্থেকে আসবে। তারপরও কোটি কোটি পাউন্ড খাবার প্রতি বছর নষ্ট হয়ে যাচ্ছে।"

'ফিডিং আমেরিকা' নামের এক দাতব্য সংস্থার নতুন কর্মসূচিতে অংশ নিয়েছেন স্কারলেট এবং তার সহশিল্পি জেরেমি রানার। ৩০ সেকেন্ডের এক ভিডিওতে অংশ নিয়ে মার্কিনিদের খাবার নষ্ট না করার অনুরোধ জানান দুই তারকা।

ফিডিংআমেরিকাডটঅরগ ওয়েবসাইটে গিয়ে অনুদান দিতে পারবেন সবাই।