ভারতে নিষিদ্ধ হলো সমকামী প্রেম নিয়ে সিনেমা

সমকামী এক যুগলের প্রেমকাহিনি নিয়ে নির্মিত ‘আন-ফ্রিডম: ব্লেমিশড লাইট’ সিনেমাটির ভারতে মুক্তি নিষিদ্ধ করা হয়েছে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 09:54 AM
Updated : 31 March 2015, 09:54 AM

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, সিনেমাটি মুক্তির জন্য অ্যাপিলেট ট্রাইব্যুনালেও গিয়েছিলেন পরিচালক রাজ অমিত কুমার। কিন্তু তার আপিল ধোপে টেকেনি। 

সেন্সরবোর্ডের এই সিদ্ধান্তকে ‘মানবাধিকার লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন অমিত কুমার।

“আমি এখন যা দেখছি তাকে এক কথায় স্বৈরাচার এবং ভণ্ডামি বলা চলে। কোনো দেশে কখনও কোনো সিনেমা নিষিদ্ধ করা উচিত নয়। বড়জোর তারা দর্শকের বয়সসীমা নির্ধারণ করে দিতে পারে। কিংবা তারা সিনেমাটির নির্দিষ্টকোন দৃশ্য, সংলাপ বাদ দেওয়ার নির্দেশ দিতে পারে।”

নিউ ইয়র্ক এবং দিল্লিতে থাকা দুই সমকামী নারীর প্রেমকাহিনি নিয়ে তৈরি ‘আন-ফ্রিডম’ একটি থ্রিলার ধাঁচের সিনেমা। বলা হচ্ছে, উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজের কবিতা ‘ইয়ে দাঘ দাঘউজালা’ থেকে অনুপ্রানিত হয়েছে সিনেমাটিরকাহিনি।

ফ্লোরিডার বাসিন্দা অমিত কুমারের প্রথম সিনেমা  ‘আন-ফ্রিডম’-এ অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি, আদিল হোসাইনসহ আরও অনেকে। সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ২৯ মে। 

সম্প্রতি সেন্সর বোর্ড ছাড়পত্র না পাওয়ায় ভারতে মুক্তি পায়নি আন্তর্জাতিক ইরটিক থ্রিলার ‘ফিফটি শেডস অফ গ্রে’।

এছাড়া ২৮টি শব্দের এক তালিকা তৈরি করেছে সেন্সরবোর্ড,  ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে  সিনেমাতে।