প্রথম সমকামী সুপারভিলেইন!

প্রথমবারের মত একজন সমকামী সুপারভিলেইন দেখা যাবে টিভি সিরিজ 'দ্য ফ্ল্যাশ'-এ।

জেনিফার ডি প্যারিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2015, 03:17 PM
Updated : 17 Feb 2015, 03:17 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বলছে, সুপারহিরো টিভি শো 'ফ্ল্যাশ'-এর আগামী পর্বে আবির্ভাব ঘটবে পাইড পাইপারের, যে শব্দ এবং ধ্বণি নিয়ন্ত্রণ করতে পারে। ফ্ল্যাশের মত বিদ্যুৎ চমকের মাধ্যমে তার মধ্যেও এসেছে এই অতিপ্রাকৃত ক্ষমতা।

পাইড পাইপার চরিত্রে অভিনয় করবেন ২৮ বছর বয়সী অভিনেতা অ্যান্ডি মিয়েন্তাস।

এ ব্যাপারে মিয়েন্তাস বলেন, "সুপারহিরো শোতে দর্শক সমকামী খলনায়ক দেখার প্রত্যাশা করে না। আমার মনে হয় একজন শক্তিশালী খলনায়ক যে কী না সমকামী, ফ্ল্যাশের জীবনে এনে দেবে নতুনত্ব।"

একরাতে বিদ্যুৎস্পৃষ্ট হন গোয়েন্দা পুলিশ ব্যারি অ্যালেন। এ ঘটনার নয় মাস পর জ্ঞান ফিরলে তিনি আবিষ্কার করেন, কোন অদ্ভুত ক্ষমতাবলে তিনি খুব দ্রুত দৌড়াতে পারেন। এতটাই দ্রুত, যা পদার্থবিজ্ঞানের সব সূত্রকেও হার মানায়। এভাবেই শুরু হয় 'ফ্ল্যাশ'-এর গল্প।

মার্কিন চ্যানেল সি ডব্লিউতে ২০১৪ সাল থেকে চলছে সুপারহিরো এই টিভি সিরিজটি।