তিনশো কোটি আয়ের পথে ‘পিকে’

মুক্তির পর এক সপ্তাহে প্রায় আড়াইশো কোটি রুপি আয় করেছে আমির খান অভিনীত সিনেমা ‘পিকে’। এর মাধ্যমে চলতি বছরের তৃতীয় সর্বোচ্চ উপার্জনকারী সিনেমায় পরিণত হল রাজকুমার হিরানি পরিচালিত এই কমেডি-ড্রামা।

সেঁজুতি শোণিমা নদী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2014, 09:49 AM
Updated : 26 Dec 2014, 09:49 AM

এ বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকায় এখনও শীর্ষস্থানটি ধরে রেখেছে সালমান খানের ‘কিক’। আর তার পরেই আছে শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’। তবে একটি বিষয়ে ফারাহ খান পরিচালিত সিনেমাটিকে এরই মধ্যে পেছনে ফেলেছে ‘পিকে’। মুক্তির ছয় দিনেই দুইশ কোটি আয় করেছে সিনেমাটি, যেখানে ‘হ্যাপি নিউ ইয়ার’-এর দুইশ কোটির ওপরে আয় করতে সময় লেগেছিল সাত দিন।

মুক্তির পর এক সপ্তাহে ভারতের অভ্যন্তরে ‘পিকে’র মোট আয় দাঁড়িয়েছে ১৮৩ কোটি ৯ লাখ রুপি। ওদিকে আন্তর্জাতিক বাজারে সিনেমাটি আয় করেছে অন্তত ৬৪ লাখ রুপি। কাজেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৪৭ কোটি ৭৯ লাখ ‍রুপি। সেই সঙ্গে হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ উপার্জনকারী দশ সিনেমার তালিকায়ও স্থান করে নিয়েছে ‘পিকে’।

সপ্তম দিন বৃহস্পতিবার বড়দিনের ছুটি থাকায় সেদিন চুটিয়ে ব্যবসা করেছে সিনেমাটি। আসছে সপ্তাহান্তের ছুটি। কাজেই ‘পিকে’র মোট আয় ‍খুব শিগগিরই তিনশ’ কোটি ছাড়াচ্ছে, সে ব্যাপারে এখন নিশ্চিত সবাই।