ঢাকায় ‘দ্য হানড্রেড-ফুট জার্নি’

হেলেন মিরেন, ওম পুরি, শালর্ট লা বন এবং মানিশ দয়াল অভিনীত সিনেমা ‘দ্য হানড্রেড-ফুট জার্নি’র মাধ্যমে আবার প্রযোজনায় ফিরলেন কিংবদন্তী পরিচালক স্টিভেন স্পিলবার্গ। চলতি বছরের ৮ ই অগাস্ট মুক্তি পাওয়া সিনেমাটি এবার মুক্তি পেল বাংলাদেশে।  

শরীফুল হক আনন্দবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2014, 02:30 PM
Updated : 31 Oct 2014, 02:30 PM

ঢাকার স্টার সিনেপ্লেক্সে এখন থেকে প্রদর্শিত হবে সিনেমাটি। 

মার্কিন লেখক রিচার্ড সি মরিসের লেখা উপন্যাসকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দ্য হানড্রেড-ফুট জার্নি’ সিনেমাটি। সিনেমার গল্প এগিয়েছে একজন ভারতীয় রাঁধুনিকে ঘিরে। হাসান তার পুরো পরিবার নিয়ে চলে আসেন ফ্রান্সে, উদ্দেশ্য একটি রেস্তোরাঁ খোলা। কিন্তু বাঁধে এক অন্য বিপত্তি। ম্যাডাম ম্যালোরি নামের এক ফরাসী ব্যবসায়ীর সঙ্গে প্রতিযোগিতায় নামতে হয় তাদের। 

অস্কার মনোনয়নপ্রাপ্ত পরিচালক ল্যাসে হ্যালস্ট্রমের পরিচালনায় এ সিনেমা দিয়েই হলিউডে অভিষেক ঘটেছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলার।

দুই কোটি মার্কিন ডলার বাজেটের এই সিনেমাটি ইতোমধ্যেই আয় করেছে নয় কোটি মার্কিন ডলারের বেশি। দর্শক ও সমালোচকদের কাছে সমাদৃতও হয়েছে সিনেমাটি।