রিহানা লিখলেন: ‘#ফ্রিপ্যালেস্টাইন’

'ফিলিস্তিনকে মুক্ত করো' - এমন টুইট করে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঝড় তুলেছেন গায়িকা রিহানা।

জেনিফার ডি প্যারিস আইএএনএস-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2014, 05:22 AM
Updated : 17 July 2014, 05:30 AM

‘#ফ্রিপ্যালেস্টাইন’, লিখে টুইট করেছিলেন রিহানা। লেখার কয়েক সেকেন্ড পরেই তা মুছে দেন তিনি৤ কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যেই পোস্টটি রিটুইট করা হয় ৭০ হাজার বার৤ 

এদিকে এমন একটি বিতর্কিত বিষয় নিয়ে টুইট করার পর তা মুছে দেওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে ‘উই ফাউন্ড লাভ’ খ্যাত এই গায়িকাকে।

এক সূত্রের বরাত দিয়ে সেলিব্রিটি নিউজ ওয়েবসাইট টিএমজেড বলছে, এই টুইট পোস্ট করার কোন ইচ্ছাই ছিল না রিহানার। অনেকটা ভুল করেই পোস্ট হয়ে গেছে এটি।

এমনকি তিনি জানতেনও না, কখন পোস্ট হয়েছে এই টুইট। ভক্তদের কাছ থেকে ব্যাপক সাড়া পাবার পর টনক নড়ে রিহানার।  

সূত্রটি আরও জানায়, গ্র্যামিজয়ী এই গায়িকা কোনোভাবেই যুদ্ধ,অশান্তিকে সমর্থন করেন না। নিরীহ মানুষের মৃত্যু তিনি কখনও চান না।  

ঐ টুইটটি ডিলিট করার কয়েক ঘণ্টা পর আরেকটি টুইট করেন ২৬ বছর বয়সী রিহানা। এবারের টুইটটিকে রাজনৈতিকভাবে সঠিক বলা চলে৤ 

যেখানে লেখা ছিল, "আসুন আমরা সবাই প্রার্থণা করি যেন ইসরায়েল-ফিলিস্তিনের এই সংঘাত দ্রুত শেষ হয়। কোন আশা আছে কী?’

সম্প্রতি গাজায় ইসরায়েলী হামলার তীব্র নিন্দা জানান মার্কিন গ্রাঞ্জ রক ব্যান্ড পার্ল জ্যামের ভোকাল এডি ভেডার৤ এছাড়া বাস্কেটবল খেলোয়াড় ডোয়াইট হাওয়ার্ডকেও দেখা গেছে রিহানার মত টুইট করতে।