চলচ্চিত্র পুরস্কার পেলেন রাজকুমার রাও

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে বৃহস্পতিবার সেরা অভিনেতার খেতাব জয় করলেন রাজকুমার রাও। ‘শাহিদ’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পেলেন তিনি। বিজয়ীর তালিকায় আছে সিনেমা ‘জলি এলএলবি’ এবং ‘ভাগ মিলখা ভাগ’।

জেনিফার ডি প্যারিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 10:59 AM
Updated : 17 April 2014, 10:59 AM

জি মিডিয়া ব্যুরো জানায়, সমালোচকদের সিদ্ধান্ত অনুযায়ী সেরা হিন্দি সিনেমার পুরস্কার জিতেছে আরশাদ ওয়ার্সি অভিনীত কমেডি ড্রামা ‘জলি এলএলবি’। আর বাংলা ভাষায় সেরা সিনেমার খেতাব পেয়েছে ‘বাকিটা ব্যক্তিগত’। অন্যান্য আঞ্চলিক ভাষায় নির্মিত সিনেমাকেও পুরস্কার দেওয়া হয়েছে। ইংরেজি ভাষায় নির্মিত সিনেমা হিসেবে বিজয়ী হয়েছে নাসিরুদ্দিন শাহ অভিনীত ‘দ্য কফিন মেকার’।

প্রামাণ্যচিত্র ‘গুলাবি গ্যাং’ পুরস্কার পেয়েছে সামাজিক সমস্যার উপর ভিত্তি করে নির্মিত সিনেমার বিভাগে।

জনপ্রিয়তার ভিত্তিতে সেরা সিনেমার পুরস্কার জিতেছে রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘ভাগ মিলখা ভাগ’। এই সিনেমার একটি গানের জন্য সেরা কোরিওগ্রাফারের পুরস্কার জিতেছেন গণেশ আচার্য।

স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে মারাঠি সিনেমা ‘ইয়েলো’ এবং হিন্দি সিনেমা ‘মিস লাভলি’।

‘লায়ারস ডাইস’ সিনেমায় অভিনয় করে এবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন গীতাঞ্জলি থাপা। আর ‘শাহিদ’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রাজকুমার রাও। সেরা পরিচালনার পুরস্কারটিও গেছে ‘শাহিদ’-এর ঘরে।

১৯৫৪ সাল থেকে প্রতিবছর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।