রাজ্জাকের দাফন বুধবার সকালে

বুধবার (২২ অগাস্ট) সকাল ১০টায় বনানী কবরস্থানে দাফন করা হবে কিংবদন্তি অভিনেতা রাজ্জাককে। পারিবারিক ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্জাকের ছোট ছেলে সম্রাট।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 12:06 PM
Updated : 22 August 2017, 12:30 PM

মঙ্গলবার (২১ অগাস্ট) সন্ধ্যায় নায়করাজের দাফনের কথা ছিল। কিন্তু সেই সিদ্ধান্তে পরিবর্তন এনেছে পরিবার। রাজ্জাকের ছোট ছেলে অভিনেতা সম্রাট জানিয়েছেন, মেজ ভাই বাপ্পি কানাডা থেকে আসছেন দেশে। তিনি বুধবার ভোরে ঢাকায় আসবেন। তারপর রাজ্জাকের মরদেহ বুধবার সকাল ১০টায় বনানী কবরস্থানে দাফন করা হবে।

টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে সপরিবারে দেশে ফিরছেন বাপ্পি।

আলমগীর গ্লিটজকে জানিয়েছেন, “অল্পকিছু সময়ের জন্য ছেলেটি বাবাকে দেখতে পারবে না এটা আসলে মানতে পারছি না। পরিবারের সঙ্গে কথা হয়েছে। বাপ্পারাজের মাও অনুরোধ করেছেন দাফন পেছানো হোক। সেকারণেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে।”

মঙ্গলবার (২১ অগাস্ট) সকাল ১১টায় নায়করাজের মরদেহ তার প্রিয় কর্মস্থল এফডিসিতে নেয়া হয়। পৌনে ১২টায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন মিশা সওদাগর, শাকিব খান, ওমর সানি, ফেরদৌস, আমিন খানসহ পরিচালক ও প্রযোজক সমিতির কর্তাব্যক্তিরা।

এফডিসিতে জানাজা শেষে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাজ্জাকের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে তার মরদেহ নেয়া হয় গুলশানের আজাদ মসজিদে। দ্বিতীয় দফা জানাজা শেষে তাঁর মরদেহ রাখা হবে ইউনাইটেড হাসপাতালের হিমাগারে।