কাশ্মিরী গুপ্তচরের চরিত্রে আলিয়া ভাট

‘উড়তা পাঞ্জাব’য়ে বিহারী শরণার্থীর চরিত্রে অভিনয় করে বাজিমাৎ করেছিলেন আলিয়া ভাট। এবারে কাশ্মিরী গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে ‘হাইওয়ে’ তারকাকে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2017, 03:51 PM
Updated : 23 June 2017, 03:51 PM

‘হাইওয়ে’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’তে গ্ল্যামারাস আলিয়াকে দেখে অভ্যস্ত দর্শক এবারে নন-গ্ল্যামারাস চরিত্রে দেখতে পাবেন তাকে। ‘উড়তা পাঞ্জাব’য়ের পর আবারও নন-গ্ল্যামারাস রূপে মেঘনা গুলজারের নতুন সিনেমা ‘রাজি’তে দেখা যাবে আলিয়া ভাটকে।

মুম্বাই মিরর জানায়, হরিন্দর শিক্কা’র উপন্যাস ‘কলিং সেহমত’ অবলম্বনে ‘রাজি’ নামের একটি সিনেমা নির্মাণ করছেন নির্মাতা মেঘনা গুলজার। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিতে এক কাশ্মিরী নারী গুপ্তচরের গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে সিনেমাটি। এতে আলিয়ার স্বামীর চরিত্রে পাকিস্তানী সৈন্যের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ভিকি কাওশালকে।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে পরিচালক মেঘনা গুলজার বলেন, “ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন করে কিছু তৈরি করার চেষ্টা করছি। ১৯৭১ সালের এক সত্যি ঘটনা অবলম্বনে ‘রাজি’ সিনেমাটি তৈরি হবে। সে জন্য ওই সময়ের রাজনৈতিক ও সামাজিক বিষয়গুলো নিয়ে গবেষণা করছি। সিনেমার প্রয়োজনে কিছু যুদ্ধের দৃশ্য ব্যবহার করা হবে। সেগুলো নিয়েও কাজ করছি। আশা করি দর্শককে নতুন কিছু উপহার দিতে পারবো।”

আলিয়া ভাটকে সর্বশেষ দেখা গেছে ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ সিনেমায়। সামনেই রণবীর কাপুরের বিপরীতে ‘ড্রাগন’ সিনেমায় দেখা যাবে তাকে।