আমিরের এক বিজ্ঞাপনে খরচ ১০০ কোটি!

আমির খান অভিনীত স্টার প্লাসের একটি বিজ্ঞাপন তৈরিতে খরচ পড়েছে ১০০ কোটি রুপি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2017, 01:53 PM
Updated : 13 March 2017, 01:57 PM

‘নয়ি সোচ’ শিরোনামের বিজ্ঞাপনটিতে উঠে এসেছে নারীবাদি বক্তব্য। প্রকাশের কিছুদিনের মধ্যেই বিজ্ঞাপনটি ভাইরাল হয় অন্তর্জালে, এরইমধ্যে এটি ৪ কোটি বারেরও বেশি দেখা হয়েছে বলে জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া।

বিজ্ঞাপনটির গল্প এক মিষ্টি ব্যবসায়ীকে নিয়ে, যিনি তার দোকানের নাম রেখেছেন ‘গুরমিত সিং অ্যান্ড ডটারস’। কারণ, ব্যবসায় সাফল্য তিনি পেয়েছেন তার মেয়েদের হাত ধরেই।

৫১ সেকেন্ডের এই বিজ্ঞাপনটিতে আমির খান অভিনয় করেছেন এক শিখ ব্যবসায়ীর চরিত্রে। তবে কেবল অভিনয়েই নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি, স্টার প্লাস-এর সঙ্গে মিলে এর বিপণন পরিকল্পনাও করেছেন তিনি। আর তার চাহিদা মোতাবেক বিজ্ঞাপনটি তৈরি করতে লেগেছে ১০০ কোটি রুপি!

 

আমির খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘দঙ্গল’ও ছিল নারীবাদি বক্তব্য নির্ভর। সিনেমাটি বিশ্বব্যাপি আয় করে চারশ’ কোটি রুপির বেশি।