পাম দ্য’র জিতে নিলেন ব্রিটিশ নির্মাতা

পুরো ১০ বছর বিরতির পর এবারের ‘পাম দ্য’অর’ উঠলো ব্রিটেনের ঘরে। এবারও বাজিমাত করলেন পুরনো বিজয়ীই। ব্রিটিশ নির্মাতা কেন লোশ, তার নতুন সিনেমা ‘আই, ড্যানিয়েল ব্লেইক’ দিয়ে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2016, 08:33 AM
Updated : 23 May 2016, 10:12 AM

যুক্তরাজ্যের হয়ে দ্বিতীয়বারের মত পাম দ্য’অর জেতা এই পরিচালক পুরষ্কার হাতে নিয়ে ফরাসি ভাষায় ধন্যবাদ জানান তার সহকর্মীদের। এর আগে ২০০৬ সালে পাম দ্য’অর জিতেছিল তার সিনেমা ‘দ্য উইন্ড দ্যাট শেকস দ্য বার্লি’।

রয়টার্স জানায়, সামাজিক অনিয়ম এবং দুর্নীতির বেড়াজালে পড়ে ভুক্তভোগী অসহায় মানুষদের নিয়ে সিনেমা নির্মানের জন্য পরিচিত লোশ। এবারের সিনেমাটিও ছিল সেই ধাঁচের।

‘আই,ড্যানিয়েল ব্লেইক’- তৈরি হয়েছে ড্যানিয়েল নামের এক দরিদ্র রাজমিস্ত্রি এবং দুই সন্তান নিয়ে সংগ্রাম করা স্বামী পরিতক্ত্যা এক নারীর গল্প ‍নিয়ে, যারা ব্রিটেনের দুর্নীতিগ্রস্ত আইনব্যবস্থার শিকার।

পাম দ্য’র জয়ী ব্রিটিশ নির্মাতা কেন লোচ। ছবি: রয়টার্স

ইরানী নির্মাতা আসগার ফারহাদি, সেরা চিত্রনাট্যের পুরষ্কার পেয়েছেন ‘ফোরুশান্দে’ সিনেমার জন্য। ছবি: রয়টার্স

এদিকে পরপর দুটি পুরষ্কার জিতে নিয়েছে ইরানি সিনেমা ‘ফোরুশান্দে’ (দ্য সেলসম্যান)। সেরা চিত্রনাট্যের পুরষ্কার জিতে নিয়েছেন আসগার ফারহাদি এবং সেরা অভিনেতার খেতাব জিতে নিয়েছেন শাহাব হোসেইনি।

এবারের গ্রাঁ প্রি জিতে নিয়েছেন কানাডার নির্মাতা জেভিয়ার ডোলান, ‘ইটস অনলি দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড’এর জন্য।

‘ফোরুশান্দে’ সিনেমার জন্য সেরা অভিনেতার খেতাব জিতে নিয়েছেন শাহাব হাসেইনি। ছবি: রয়টার্স

গ্রাঁ প্রি জিতে নিয়েছেন কানাডার নির্মাতা জেভিয়ার ডোলান। ছবি: রয়টার্স

জ্যুরি প্রাইজ অর্জন করেছেন ব্রিটিশ পরিচালক অ্যান্ড্রেয়া আর্নল্ড, ‘আমেরিকান হানি’র জন্য। ওদিকে সেরা নির্মাতার খেতাব যৌথভাবে জিতে নিয়েছেন ‘পার্সোনাল শপার’-এর পরিচালক অলিভার এসেস এবং ‘গ্র্যাজুয়েশন’-এর পরিচালক ক্রিশ্চিয়ান মুঙ্গিউ।

সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেছেন ফিলিপাইনের জেইসলিন হোসে, ‘মা, রোজা’তে অভিনয় করে।

ফরাসি চলচ্চিত্রে নতুন ধারার প্রচলনের অন্যতম মহারথী জঁ-পিয়েরে লিউ পেয়েছেন এবারের আজীবন সম্মাননা পুরষ্কার।