গোয়েন্দাগিরির অর্ধ শতক: আসছে 'জোড়া ফেলুদা'

২০১৬ সালে ফেলুদার গোয়েন্দাগিরির সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে। আর তাই ‘জোড়া ফেলুদা’ নির্মাণের পরিকল্পনা করছেন নির্মাতা সন্দীপ রায়। তবে সত্যজিৎ রায় তনয় এমন দুটো গল্প বেছেছেন, যেখানে ফেলুদার সতীর্থ জটায়ূ ওরফে লালমোহন গাঙ্গুলী নেই।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2015, 11:08 AM
Updated : 2 Nov 2015, 11:08 AM

টাইমস অফ ইন্ডিয়া এক সূত্রের বরাত দিয়ে বলছে, ‘গোলকধাম রহস্য’ ও ‘সমাদ্দারের চাবি’ নামের দুটি গল্প নির্বাচন করেছেন এই বর্ষীয়ান নির্মাতা।  ফেলুদা ভক্তদের কাছে গল্পদুটি অত্যন্ত জনপ্রিয়। স্রষ্টা সত্যাজিৎ রায়েরও পছন্দের গল্প  এই দুটি।

‘গোলকধামের রহস্য’-এর গল্প আবর্তিত হয়েছে বাঙালি বায়োকেমিস্ট নিহার রঞ্জন দত্তকে ঘিরে। নিহার রঞ্জন যুক্তরাষ্ট্রে ক্যান্সার বিষয়ে গবেষণা করেন। তার সহকারী সুপ্রকাশ চৌধুরীর কাজকর্ম সন্দেহজনক। এরই মধ্যে নিহার রঞ্জন এক দূর্ঘটনায় অন্ধ হওয়ায় গবেষণা বন্ধ করে কলকাতায় ফিরে যান। কয়েক বছর পর ডাকাতির মামলার তদন্ত করতে নিহার রঞ্জনের কলকাতার বাসায় যান ফেলুদা। দেখা যায় নিহার রঞ্জনের গবেষণার কিছু নথি ও নগদ অর্থ চুরি হয়েছে। অল্প দিনেই নিহার রঞ্জনের দুই ভাড়াটিয়া খুন হন। ফেলুদা রহস্যের জাল ছেড়ার কাজে নিয়োজিত হন। 

‘সমাদ্দারের চাবি’র গল্পটি বিরল এক বাদ্যযন্ত্রকে ঘিরে আবর্তিত হয়। রহস্য ভেদ করতে ফেলুদাকে এক পুরাতন বাদ্যযন্ত্রের সহায়তা নিতে হয়।

সন্দীপ রায় নির্মিত ফেলুদা সিরিজে জটায়ূর চরিত্রের একমাত্র অভিনেতা বিভু ভট্টাচার্য ৬৭ বছর বয়সে মারা যান ২০১১ সালে। অন্যদিকে সব্যসাচী চক্রবর্তীকে বাদ দিয়ে তরুণ ফেলুদা হিসেবে আবীর চট্যোপাধ্যায়কে নিয়ে সবশেষ সন্দীপ নির্মাণ করেছেন ‘বাদশাহী আংটি’।