ক্ষুদে সুপারহিরোর দখলে বক্স-অফিস

ক্ষুদে সুপারহিরোর সিনেমা 'অ্যান্ট-ম্যান'-এখনও রয়েছে বক্স-অফিসের শীর্ষে। নতুন মুক্তি পাওয়া সিনেমা 'পিক্সেল'কেও পেছনে ফেলে দিয়েছে সিনেমাটি।  

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2015, 03:57 AM
Updated : 27 July 2015, 03:57 AM

মুক্তির দ্বিতীয় সপ্তাহে ডিজনি-পিক্সারের সিনেমাটি আয় করে নেয় আরো ২ কোটি ৪৮ লাখ ডলার। ফলে দ্বিতীয় সপ্তাহান্তে সিনেমাটির আয় ছাড়িয়েছে ১০ কোটি ডলার। পল রাড অভিনীত সিনেমাটির আয় গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহের শেষে শতকরা ৫৭ ভাগ পড়ে গেলেও এর মধ্যে ১০ কোটি ৬১ লাখ ডলার আয় করে নিয়েছে এটি। 

এদিকে এ সপ্তাহে মুক্তি পাওয়া অ্যাডাম স্যান্ডলারের সিনেমা 'পিক্সেল' সমালোচকদের যেমন হতাশ করেছে তেমনি দর্শক টানতেও ব্যর্থ হয়েছে। মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি আয় করেছে ২ কোটি ৪০ লাখ ডলার। বিশ্লেষকরা বলছেন, ৮ কোটি ৮০ লাখ ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটি হয়তো আন্তর্জাতিক বাজারে ভাল ব্যবসা করতে পারবে। তবে মিনিয়নরা এখনও বক্স-আফিসে তাদের দাপট ধরে রেখেছে। ২ কোটি ২১ লাখ আয় নিয়ে এ সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছ 'মিনিয়ন্স'। 

এছাড়া ১ কোটি ৭৩ লাখ ডলার আয় নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রোমান্টিক কমেডি 'ট্রেইনরেক', পঞ্চম স্থানে রয়েছে 'সাউথপ', 'পেপার টাউনস' ষষ্ঠ, ইনসাইড আউট সপ্তম, 'জুরাসিক ওয়ার্ল্ড' অষ্টম, 'মি. হোমস' নবম এবং দশম স্থানে রয়েছে 'টার্মিনেটর জেনেসিস'।