নিষ্পত্তির অপেক্ষায় বাজেটের দ্বিগুণ অডিট আপত্তি

৫৫টি মন্ত্রণালয় বা বিভাগের ৮ লাখ ৫৩ হাজার ৩১৪টি অডিট আপত্তি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, যার অর্থের পরিমাণ ৬ লাখ ১৫ হাজার ৬০৬ দশমিক ৩৬ কোটি টাকা।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2015, 11:51 AM
Updated : 27 June 2015, 11:51 AM

সাংসদ হাজী সেলিমের এক প্রশ্নের জবাবে শনিবার সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই তথ্য জানান।

অনিষ্পত্তিকৃত অডিট আপত্তির এই অর্থ প্রস্তাবিত বাজেটের দ্বিগুণ।

আপত্তিগুলোর যথাসময়ে নিষ্পত্তি না হওয়ার কারণগুলোও অর্থমন্ত্রী জানান।

এর মধ্যে রয়েছে- নির্বাহী বিভাগ কর্তৃক যথাসময়ে আপত্তির জবাব না দেওয়া, জবাব দেওয়া হলেও তা তথ্য ও প্রমাণনির্ভর না হওয়া, আপত্তির বিপরীতে মামলা চলমান থাকা এবং নিরীক্ষা অধিদপ্তরের জনবল সঙ্কট।

অডিট নিষ্পত্তির করণীয় প্রসঙ্গে মুহিত বলেন, আপত্তিকৃত অডিট জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটিতে আলোচনা ও যাচাই করে প্রযোজ্য ক্ষেত্রে নির্বাহী কর্তৃপক্ষকে অর্থ আদায়ের জন্য অনুশাসন দেওয়া হয়।