বিও অ্যাকাউন্ট থেকে সরকারের আয় ৮১ কোটি টাকা

চলতি অর্থবছরে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ ফি বাবদ ৮১ কোটি ২১ লাখ ২৫ হাজার ৮০০ টাকা আয় করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 12:59 PM
Updated : 24 May 2015, 12:59 PM

রোববার দুপুরে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই পরিমাণ অর্থ সরকারি হিসাবে জমা দেওয়ার চালান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাতে তুলে দেন।

পুঁজিবাজারে লেনদেনের জন্য বিনিয়োগকারীদের একটি হিসাবের নাম বিও অ্যাকাউন্ট, যা ব্রোকারেজ হাউজে খোলা হয়।

ব্রোকারেজ হাউজ ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) যৌথভাবে এই হিসাব রক্ষণাবেক্ষণ করে থাকে।

এজন্য প্রতি অ্যাকাউন্ট থেকে বছরে ৫০০ টাকা মেইনটেনেন্স ফি নেয় ব্রোকারেজ হাউজ, যা থেকে ১৫০ টাকা সরকার পায়।

সিডিবিএলের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ২৪ মে পর্যন্ত ৩২ লাখ ২৩ হাজার ৮৩৩টি বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে।