প্রায় এক মাসের সফরে যাচ্ছেন মুহিত

প্রায় এক মাসের সফরে বুধবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেখানে বিশ্ব ব্যাংক- আইএমএফের বার্ষিক সভাসহ গুরুত্বপূর্ণ তিনটি সভায় যোগ দেবেন তিনি।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 05:56 PM
Updated : 23 Sept 2014, 05:59 PM

ফাইল ছবি

অর্থমন্ত্রীর সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, বুধবার সকাল সোয়া ১০টায় এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে নিউ ইয়র্কে উদ্দেশে ঢাকা ছাড়বেন মন্ত্রী।

সেখানে ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হবেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভা শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরে এলেও অর্থমন্ত্রী ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত নিউ ইয়র্কেই অবস্থান করবেন।

৮ অক্টোবর তিনি ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে ৮ থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত কমনওয়েলথ অর্থমন্ত্রীদের সভায় অংশ নেবেন।

ওয়াশিংটন ডিসিতেই ১০ থেকে ১২ অক্টোবর বিশ্ব ব্যাংক-আইএমএফের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। এ সভাতেও যোগ দেবেন মুহিত।

১৭ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

বিশ্ব ব্যাংক-আইএমএফের সভার ১৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মুহিত।

আর কমনওয়েলথ অর্থমন্ত্রীদের বৈঠকে চার সদস্যের দলের নেতৃত্ব দেবেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থ সচিব মাহবুব আহমেদ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দীন দুই প্রতিনিধিদলেরই সদস্য হিসেবে অংশ নেবেন।

ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ তারেক বিশ্ব ব্যাংক-আইইএমএফের সভার প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত হবেন।