কর মেলা: তিন দিনে আদায় ৭৭৪ কোটি টাকা

জামায়াতে ইসলামীর ডাকা হরতালেরও মধ্যে দেশের বিভিন্ন স্থানে চলা আয়কর মেলায় করদাতাদের ব্যাপক উপস্থিতি ছিল।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 03:46 PM
Updated : 18 Sept 2014, 03:46 PM

মঙ্গলবার থেকে শুরু হওয়া মেলায় তিন দিনে মোট ৭৭৪ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। এ সময়ে আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিয়েছেন ৪৫ হাজার ৩৫৮ জন করদাতা।

বৃহস্পতিবার হরতালের দিনেও রাজধানীর বেইলি রোডে আফিসার্স ক্লাবে মেলা প্রাঙ্গনে করদাতা সরব উপস্থিতি দেখা গেছে। সারা দেশের কর মেলাগুলোতেও একই অবস্থা ছিল বলে জানিয়েছেন আয়োজকরা।

জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর মেলায় তৃতীয় দিনে সারাদেশে ৯৮ হাজার ৬৩০ জন করদাতাকে সেবা দেয়া হয়েছে।

নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ৩ হাজার ৪৬০ জন। ই-টিআইএন পুন:নিবন্ধন করেছেন ৩ হাজার ১৪২ জন।

এদিন মোট ১৫ হাজার ৩১৪টি রিটার্ন জমা পড়েছে। আর কর আদায় হয়েছে ১৬১ কোটি ৫৩ লাখ টাকা।

তিন দিনে সারা দেশে আয়কর মেলা থেকে সেবা পেয়েছেন দুই লাখ ৪১ হাজার ৮৬৯ জন।

এ সময়ে নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ৭ হাজার ৬৭৪ জন। ই-টিআইএন পুন:নিবন্ধন করেছেন ৫ হাজার ২৭৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এই তিন দিনে মেলায় আয়কর রিটার্ন জমা পড়েছে ৪৫ হাজার ৩৫৮টি। আয়কর আদায় হয়েছে ৭৭৪ কোটি টাকা।”

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও যথারীতি সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলবে। তবে জুমার নামাজের জন্যে মেলার কার্যক্রম দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।