আয়কর মেলায় ১৫০০ কোটি টাকার লক্ষ্য

করদাতাদের কর দিতে উৎসাহিত করতে প্রতিবারের মতো এবারও আয়কর মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 03:38 AM
Updated : 14 Sept 2014, 03:38 AM

সারাদেশে মঙ্গলবার থেকে এ মেলা শুরু হবে। রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরগুলোতে মেলা হবে সপ্তাহব্যাপী। আর জেলা শহরগুলোতে চলবে চার দিন।

ঢাকায় মেলা বসবে বেইলী রোডে অফিসার্স ক্লাবে; চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।  

মেলা আয়োজন কমিটির আহ্বায়ক এবং এনবিআরের সদস্য (কর সেবা ও ব্যবস্থাপনা) চৌধুরী আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আয়কর পরিশোধে উৎসাহিত ও কর সেবা দিতে ২০০৮ সাল থেকে আয়কর মেলার আয়োজন করা হচ্ছে।

ফাইল ছবি

এবারের মেলায় সর্বোচ্চ অটোমেশনের মাধ্যমে করদাতাদের সেবা প্রদান করা হবে বলে জানান তিনি।

আয়োজকরা জানান, এবার অফিসার্স ক্লাবের দুইটি মাঠ ও তিনতলা পুরো ব্যবহার করা হবে। গত অর্থবছর করদাতারা বেশি সাড়া দেওয়ায় এবার মেলার পরিধি বাড়ানো হচ্ছে।

মেলায় ঢুকতে গত বছরের চেয়ে এবার অভ্যর্থনা ও তথ্যকেন্দ্র বেশি থাকবে। যেখানে সেবাগ্রহণকারী করদাতারা যেকোনো সমস্যা সম্পর্কে দ্রুত জানতে পারবে। গতবারের চেয়ে এবার সেবাগ্রহণকারীদের লাইনে দাঁড়াতে হবে না। কর অঞ্চলগুলোর জন্য আলাদা আলাদা বুথ থাকবে।

এবার লক্ষ্য ১৫০০ কোটি টাকা

গতবার  আয়কর মেলা থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক হাজার ১০০ কোটি টাকা। আদায় হয়েছিল এক হাজার ১১৮ কোটি টাকা।

তার ধারাবাহিকতায় এবার দেড় হাজার কোটি টাকার মতো আদায় হবে বলে আশা করছেন আমির হোসেন।

চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে মোট আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৭ হাজার ৫০০ কোটি টাকা।

গতবার মেলায় মোট এক লাখ ৩২ হাজার ১৭টি রিটার্ন জমা পড়েছিল। এবার তা দ্বিগুণ হবে বলে আশা করছেন এনবিআর কর্মকর্তারা।

আয়কর দিবস সোমবার

প্রতিবারের মতো এবারও ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস পালন করছে এনবিআর।

সোমবার সকাল ৮ টায় সেগুনবাগিচায় রাজস্ব ভবনে আয়কর দিবসের র‌্যালি উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবিআর চেয়ারম্যান গোলাম হোসেন এতে সভাপত্বি করবেন।

র‌্যালিটি শিল্পকলা একাডেমির পাশ দিয়ে প্রেসক্লাব, সচিবালয়, তোপখানা রোড প্রদক্ষিণ করে রাজস্ব ভবনের নিচে এসে শেষ হবে।

দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ২০১২-১৩ এবং ২০১৩-১৪ কর বছরের সেরা করদাতাদের সম্মাদনা প্রদান করা হবে।