পোশাককর্মীদের বেতন-ভাতা ২৬ জুলাইয়ের মধ্যে

পোশাক কারখানার শ্রমিকদের জুলাই মাসের বেতন ও ঈদ ভাতা আগামী ২৬ জুলাইয়ের মধ্যে পরিশোধ করতে বলেছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2014, 08:08 AM
Updated : 15 July 2014, 08:32 AM

মঙ্গলবার সচিবালয়ে গার্মেন্ট মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানান।

তিনি বলেন, “পোশাক কারখানার মালিকরা প্রতিশ্রুতি দিয়েছেন, ২৬ জুলাইয়ের মধ্যে তারা শ্রমিকদের পাওনা বেতন ও ঈদ ভাতা পরিশোধ করবেন।”

পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে প্রতি বছরই ঈদের আগে বিভিন্ন কারখানায় বিক্ষোভ অসন্তোষের ঘটনা ঘটে। শ্রমিক বিক্ষোভের কারণে অনেক সময় মহাসড়কে যান চলাচলেও বিঘ্ন ঘটে।  

ফাইল ছবি

বিশৃঙ্খলা এড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশেই এবার মালিক-শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক হয় বলে প্রতিমন্ত্রী জানান।

কোনো কারখানায় ওই সময়ের মধ্যে বেতন-বোনাস না দিলে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান চুন্নু।

“ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা ঠিকমত পরিশোধ করা হলো কি না বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে মিলে মন্ত্রণালয় তার তদারকি করবে।”

কারখানা মালিকরা ‘সামর্থ্য অনুযায়ী’ শ্রমিকদের ঈদ বোনাস দেবেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “মালিকরা সর্বোচ্চ টাকাই বোনাস হিসাবে দেবেন বলে কথা দিয়েছেন।”

ঈদে বাড়ি ফিরতে পোশাক কারখানার শ্রমিকদের যাতে অতিরিক্ত ভাড়া না দিতে হয়, সেজন্য পরিবহন মালিক ও বিভিন্ন পরিবহন সংগঠনের নেতাদের প্রতিও আহ্বান জানান চুন্নু।

বিজিএমইএ বিকেএমইএ, বিটিএমইএ’র প্রতিনিধিরা ছাড়াও পোশাক করখানার মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।