বিশ্ব বাণিজ্যে প্রবৃদ্ধির সম্ভাবনা কমেছে: ডব্লিউটিও

২০১৩ সালে বিশ্ব বাণিজ্যে প্রবৃদ্ধির প্রাক্কলন তিন দশমিক তিন শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ৫ শতাংশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2013, 06:49 PM
Updated : 19 Sept 2013, 06:49 PM

উন্নয়নশীল অর্থনীতির আমদানির চাহিদা সে হারে না বাড়ায় প্রবৃদ্ধির সম্ভাবনা কমেছে বলে মনে করে ডব্লিউটিও ।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

এছাড়া ২০১৪ সালের প্রবৃদ্ধির প্রাক্কলনও ৫ শতংশ থেকে কমিয়ে চার দশমিক পাঁচ শতাংশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা ।

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক রবার্তো কাভালো দ্য আজেভিদো বলেন, “যদিও বিশ্ব বাণিজ্যে প্রবৃদ্ধির কমার মূল কারণ অর্থনীতির উপর বিরূপ আঘাত, কিন্তু এটাও আমাদের কাছে পরিষ্কার যে

প্রবৃদ্ধি কমার পিছনে আরেকটা বড় কারণ দেশগুলো পারস্পরিক বাণিজ্যে অভিনব বাধার সৃষ্টি করছে ।”