বাংলাদেশের ‘ঘুরে দাঁড়ানোর গল্প’ দেখবে বিশ্ব

ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলনে সারা বিশ্বের আইনসভার প্রতিনিধিদের সামনে ইতিহাস-ঐতিহ্যের পাশাপাশি বাংলাদেশের ‘ঘুরে দাঁড়ানোর গল্প’ তুলে ধরার পরিকল্পনা করছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2017, 03:12 PM
Updated : 23 Feb 2017, 03:12 PM

ওই সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভার পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের একথা জানান।

ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলনে এবার ঢাকায় হবে, এটাই বাংলাদেশে এর প্রথম আয়োজন।

তোফায়েল বলেন, “১৯৯৬ সালে আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, তখন এখানে ন্যাম কনফারেন্স হওয়ার কথা ছিল। যদিও সেটা শেষ পর্যন্ত হয়নি। তবে এবার আইপিইউ সম্মেলন হতে যাচ্ছে।

“কোনো দেশে আন্তর্জাতিক সম্মেলন হলে সেই দেশকে তুলে ধরার একটা সুযোগ থাকে। এই সম্মেলনে আমরা বিশ্বের কাছে বাংলাদেশকে দেখাতে চাই। বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য দেখাতে চাই।”

বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নে গতিচিত্র সারাবিশ্বের আগ্রহ সৃষ্টি করেছে জানিয়ে মন্ত্রী বলেন, “পৃথিবীর যেখানেই যাই, সকলে বাংলাদেশের উত্থানের গল্প শুনতে চায়।

“আমাদেরকে বলে, বাংলাদেশের উত্থান একটা মিরাকল। এক সময় যারা বলেছিল, বাংলাদেশ হবে দুর্ভিক্ষের মডেল, দারিদ্র্যের মডেল। সেই জায়গা থেকে বাংলাদেশ এই জায়গায় উঠে এসেছে।”

যারা একদিন আমাদের শোষণ করেছিল, আমাদেরকে রিক্ত নিঃস্ব করেছিল, সেই পাকিস্তানের চেয়ে আমরা অনেক এগিয়ে আছি,” বলেন মুক্তিযুদ্ধের অন‌্যতম সংগঠক তোফায়েল।